সোনা বা রুপোর কয়েন রাখলে জীবনে ধন-সম্পদের প্রবাহ বাড়ে
মানিব্যাগে পুরনো নোট রাখাকেও শুভ বলে ধরা হয়
মানিব্যাগে রাখুন তেজপাতা, সমৃদ্ধি ও সাফল্যের প্রতীক
তেজপাতার উপরে সম্পদ লিখে রাখতে পারেন
স্ফটিক সৃজনশীলতা ও অর্থকে আকর্ষণ করে, তাও রাখতে পারেন ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।