আত্মবিশ্বাসে ভরপুর
হন কেউ কেউ


কেউ আবার ভোগেন
নিরাপত্তাহীনতায়


বিশেষ করে কিছু
রাশির জাতকের কথা উল্লেখ্য


মীন: আবেগ দ্বারা চালিত
হন এই রাশির জাতকরা


মীন: কে কী বলল, ভাবল
এই চিন্তায় সারা হন


কর্কট: অত্যন্ত স্পর্শকাতর,
নিজেকে যথেষ্ট মনে করেন না


কর্কট: অন্যের মতামতকে
বেশি গুরুত্ব দেন


তুলা: আবেগে ভেসে অন্যকে
বেশি গুরুত্ব দেন


তুলা: নিজেকে হারিয়ে
ফেলেন এঁরা


কন্যা: এঁরা একেবারে পারফেকশনিস্ট,
একই সঙ্গে দুশ্চিন্তা করেন


কন্যা: সমালোচনা সইতে পারেন না,
নিরাপত্তাহীনতা কাজ করে মনে


মেষ: ব্যর্থতা মানতে পারেন না,
নিজেকেই খাটো করে দেখেন


মেষ: অন্যের মতামতকে
বেশি গুরুত্ব দেন
জ্যোতিষবিদ্যা নিয়ে নিজস্ব মতামত এবিপি লাইভের নেই। বিশেষজ্ঞের পরামর্শ নিন।