হিন্দু ধর্মে মঙ্গলবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয় বজরংবলির আরাধনা করলে জীবনের দুঃখ, কষ্ট ও ঝামেলা দূর হয় মঙ্গলবার সঠিক নিয়মে পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এই দিনে নিয়ম অনুসারে বজরং বান পাঠ করা উচিত রাশিফলের গ্রহের দোষ থেকে মুক্তি পেতে একজন ব্যক্তির নিয়মিত বজরং বান পাঠ করা উচিত যদি কেউ গুরুতর রোগে আক্রান্ত হন তবে তাকে বজরং বান পাঠ করার পরামর্শ দেওয়া হয় কর্মজীবন এবং কর্মক্ষেত্রে উন্নতি পেতে আপনার ভক্তি সহকারে বজরং বান পাঠ করা উচিত যে কোনও ধরনের বাস্তু দোষ দূর করতে বজরং বান পাঠ করতে হবে