বাস্তু অনুসারে, বাড়িতে কচ্ছপ রাখলে শুভ শক্তি বজায় থাকে।

Image Source: Social Media

কাছিমকে ধন, স্বাস্থ্য ও পারিবারিক সুখের জন্য শুভ মনে করা হয়।

Image Source: Social Media

কাছিমকে বাড়ির পশ্চিম-দক্ষিণ দিকে রাখা শুভ মানা হয়।

Image Source: Social Media

ব্যবসা বা চাকরিজীবী হলে নিজের বাড়িতে কচ্ছপ রাখা উচিত।

Image Source: Social Media

কাছিমকে কাঁচের পাত্রে জলের সাথে রাখলে ধন প্রবাহ বজায় থাকে।

Image Source: Social Media

নেতিবাচক শক্তি দূর করার পাশাপাশি কচ্ছপ মনকে শান্তও করে।

Image Source: Social Media

কাছিম পরিবারে সৌহার্দ্য ও সম্পর্ককে শক্তিশালী করে।

Image Source: Social Media

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: Social Media

এটি মেনে চলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Image Source: Social Media