নতুন বছরটা টাকা পয়সায় ভরে উঠুক, এটা কে না চান? কিন্তু ভাবছেন, টাকা আসছে, কিন্তু থাকছে কই!
ABP Ananda

নতুন বছরটা টাকা পয়সায় ভরে উঠুক, এটা কে না চান? কিন্তু ভাবছেন, টাকা আসছে, কিন্তু থাকছে কই!



নতুন বছরে টাকা পয়সা জমাতে চাইলে কয়েটা অভ্যেস ছাড়তে হবে। কয়েকটা গ্রহণ করতে হবে।
ABP Ananda

নতুন বছরে টাকা পয়সা জমাতে চাইলে কয়েটা অভ্যেস ছাড়তে হবে। কয়েকটা গ্রহণ করতে হবে।



কিছু কিছু বাস্তু টিপস আছে, যা মেনে চললে উন্নতি অনিবার্য ।
ABP Ananda

কিছু কিছু বাস্তু টিপস আছে, যা মেনে চললে উন্নতি অনিবার্য ।



আপনার বাড়ির প্রবেশদ্বারে লাল ফিতা দিয়ে বেঁধে কয়েন ঝুলিয়ে রাখুন, সম্পদ বৃদ্ধি হবে।
ABP Ananda

আপনার বাড়ির প্রবেশদ্বারে লাল ফিতা দিয়ে বেঁধে কয়েন ঝুলিয়ে রাখুন, সম্পদ বৃদ্ধি হবে।



ABP Ananda

বাস্তুশাস্ত্র অনুসারে , মানিব্যাগে টাকা ভাঁজ করে রাখবেন না। কারণ এটি অর্থের প্রবাহ আটকে দেয়।



ABP Ananda

আর্থিক লাভের জন্য আপনার পার্সে ২১ টি ধান রাখুন



ABP Ananda

মানিব্যাগে তামা এবং রুপোর জিনিস রাখুন। সমৃদ্ধি আসবে।



ABP Ananda

দেবী লক্ষ্মী একটি রুপোর প্রতিকৃতি রাখুন পার্সে।



ABP Ananda

ডিসক্লেমার : এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না।