কালীপুজোর আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী সনাতন ধর্ম অনুযায়ী এই নিয়ম মানা হয় বিশ্বাস করা হয় চোদ্দ পুরুষের আত্মা পৃথিবীতে নেমে আসে এই দিনে তাদের পথে আলোকিত করতেই চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি এছাড়াও পঞ্চভূতের প্রতীক হিসেবে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় ভূত চতুর্দশী থাকবে ৩১ অক্টোবর রাত ১১.৫৩ মিনিট থেকে মধ্য়রাত ১২.৪৩ পর্যন্ত ভূত চতুর্দশী অনুষ্ঠান করার জন্য শুভ মুহূর্ত ৩০ অক্টোবর রাত ১১.৫৩ মিনিটে শুরু ৩১ অক্টোবর মধ্যরাত ১২.৪৩ মিনিটে শেষ হবে, এই সময় এক ঘন্টার সময়কাল পাবেন রীতি শেষ করার সন্ধ্যায় বাড়ির বিভিন্ন কোণে চোদ্দটি প্রদীপ জ্বালাতে পারেন অথবা তুলসি মঞ্চকে ঘিরে ১৪ প্রদীপ দেওয়া নিয়ম