তাকে টেক্কা দেয় পৃথিবীর এক মরুভূমি

সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ শুক্র তাকে টেক্কা দেয় পৃথিবীর এক মরুভূমি

সূর্যকিরণ এসে পড়ে এই মরুভূমিতে

শুক্রগ্রহের প্রায় সমান সূর্যকিরণ এসে পড়ে এই মরুভূমিতে

আতাকামা মরুভূমি এমনই

দক্ষিণ আমেরিকার চিলের আতাকামা মরুভূমি এমনই

সবচেয়ে প্রাচীন মরুভূমি

থিবীর বুকে অবস্থিত সবচেয়ে প্রাচীন মরুভূমি

রৌদ্রকরোজ্জ্বল এলাকাও

আতাকামা পৃথিবীর সবচেয়ে রৌদ্রকরোজ্জ্বল এলাকাও

সর্বোচ্চ ২১৭৭ ওয়াট সৌরশক্তি মেলে

প্রতি স্কোয়্যার মিটারে সেখানে সর্বোচ্চ ২১৭৭ ওয়াট সৌরশক্তি মেলে

মানবশরীরের পক্ষে তা ক্ষতিকর

আতাকামায় বিকিরণ বেশি হওয়ায় মানবশরীরের পক্ষে তা ক্ষতিকর

এমন এলাকাও রয়েছে আতাকামায়

১৫৭০ থেকে ১৯৭১ পর্যন্ত বৃষ্টি হয়নি, এমন এলাকাও রয়েছে আতাকামায়

মিল রয়েছে মঙ্গলগ্রহের মাটির

আতাকামার মাটির গঠনের সঙ্গে মিল রয়েছে মঙ্গলগ্রহের মাটির

তাই আতাকামাতেই সারা হয়

মহাকাশ অভিযানের পরীক্ষানিরীক্ষা তাই আতাকামাতেই সারা হয়