ইজিপ্টে পিরামিড দর্শনে প্রধানমন্ত্রী মোদি ইজিপ্টের রাজধানী কাইরোর বাইরের প্রান্তে রয়েছে সপ্তম আশ্চর্যের অন্যতম পিরামিড মোদিকে সঙ্গ দেন ইজিপ্টের প্রধানমন্ত্রী মোস্তাফা ম্যাডবাউলি গিজার গ্রেট স্ফিন্ক্স ঘুরে দেখেন মোদি উত্তর মিশরের আল-জিজাহ -র কাছে নীল নদের পশ্চিম তীরে একটি পাথুরে মালভূমিতে নির্মিত তিন পিরামিড দর্শন করেন তিনি। ছবিতে দেখা যায় গিজার গ্রেট পিরামিড নিয়ে জানতে চাইছেন প্রধানমন্ত্রী এই গ্রেট পিরামিডটি সবথেকে বড় এবং ফ্যারাও খুফুর সমাধিস্থল খ্রিস্টপূর্ব ২৬ শতকের গোড়ার দিকে প্রায় ২৭ বছর সময়কালে নির্মিত পিরামিডটি বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে প্রাচীনতম। সম্ভবত সপ্তম আশ্চর্যের একমাত্র আশ্চর্য যা অনেকাংশে অক্ষত রয়ে গেছে। এর পাশাপাশি মোদি আজ ইজিপ্টে একাদশ শতকের অল হাকিম মসজিদ পরিদর্শন করেন