সবচেয়ে সস্তা বুলেট 350 কোনটি?

Published by: ABP Ananda

রয়াল এনফিল্ড বুলেট 350 ভারতীয় বাজারের সবচেয়ে জনপ্রিয় বাইকগুলির মধ্যে একটি।

রয়েল এনফিল্ড বুলেট 350 তে একটি সিঙ্গেল সিলিন্ডার, 4-স্ট্রোক, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন আছে।

রয়েল এনফিল্ডের বাইকে লাগানো এই ইঞ্জিন ৬,১০০ rpm-এ ২০.২ bhp পাওয়ার পাওয়া যায়।

রয়েল এনফিল্ড বুলেট 350 এ ইলেক্ট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম আছে

বুলেট 350 এর সবচেয়ে সস্তা মডেল Battalion Black, এই মডেলটির দাম 1,62,161 টাকা।

বুলেট 350 এক লিটার পেট্রোলে 35 কিলোমিটার পথ অতিক্রম করার দাবি করে।

এই বাইকে সিঙ্গল চ্যানেল ও ডুয়াল চ্যানেল এবিএস এর ফিচার পাওয়া যায়।

ভারতীয় বাজারে বুলেট 350, ৬ টি রঙের বিকল্পের সঙ্গে পাওয়া যায়।