দারুণ লুক হিরোর এই নয়া স্কুটারের, পাবেন মাত্র ১ লাখেই

Image Source: Hero Motocorp

গ্লোবাল অটো এক্সপোতে নজর কাড়ল হিরোর এই স্কুটার।

Image Source: Hero Motocorp

হিরোর এই স্কুটারের দাম শুরু হচ্ছে ১ লাখ টাকা থেকে।

Image Source: Hero Motocorp

সেরা ভ্যারিয়ান্টের দাম রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

Image Source: Hero Motocorp

প্রেমিয়া চ্যানেলের মাধ্যমে এই স্কুটার বিক্রি করা হবে।

Image Source: Hero Motocorp

আগামী মাস থেকে শুরু হবে বুকিং।

Image Source: Hero Motocorp

এতে রয়েছে ১৫৬ সিসির একটি ইঞ্জিন যাতে ৪ ভালভ প্রযুক্তি রয়েছে।

Image Source: Hero Motocorp

ব্লক প্যাটার্ন টায়ার সহ এতে আছে ১৪ ইঞ্চির চাকা।

Image Source: Hero Motocorp

রিমোট সিট অ্যাক্সেস, ডুয়াল চেম্বার, এলইডি হেডল্যাম্প রয়েছে এই স্কুটারে।

Image Source: Hero Motocorp

ফ্রন্ট ডিস্ক ব্রেক, টার্ন বাই টার্ন নেভিগেশন রয়েছে এই স্কুটারে।

Image Source: Hero Motocorp