ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে নজর কাড়বে এই SUVগুলি

Published by: ABP Ananda

এর মধ্যে বেশ কিছু ইভিও রয়েছে।

নজর কাড়বে হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক, এর রেঞ্জ ৪৭৩ কিমি।

এতে রয়েছে প্যানোরমিক সানরুফ এবং এডিএএস সুরক্ষা।

মারুতি সুজুকির প্রথম ইভি ই ভিতারাও রয়েছে এই তালিকায়।

দুটি ব্যাটারির সুবিধে রয়েছে এই মারুতি সুজুকির গাড়িতে।

টাটা সিয়েরার কনসেপ্ট ডিজাইন দেখা যাবে এই শো-তে।

মহিন্দ্রার এক্সইভি৯ ই মডেলও নজর কাড়বে।

এতে রয়েছে সিঙ্গল মোটর পাওয়ারট্রেন।

এছাড়াও মার্সিডিজ বেঞ্জ জি ক্লাসের একটি মডেল রয়েছে এই তালিকায়।