Hyundai i 20- র এর সবচেয়ে সস্তা মডেলের দাম কত?

Published by: ABP Ananda
Image Source: hyundai.com

Hyundai i 20-তে পাবেন দমদার বৈশিষ্ট্য, এতে নাইট এডিশনও পাবেন

Image Source: hyundai.com

এই Hyundai -র হ্যাচব্যাকে ৫ সিটের ব্যবস্থা আছে, যেখানে ১.২ লিটার Kappa পেট্রোল ইঞ্জিন রয়েছে।

Image Source: hyundai.com

Hyundai i 20-তে ম্যানুয়াল ট্রান্সমিশন সহ 6,000 rpm এ 83 PS এর শক্তি পাওয়া যায়।

Image Source: hyundai.com

যদি এই গাড়িতে ইঞ্জিনের সঙ্গে iVT ট্রান্সমিশন থাকে, তাহলে 6,000 rpm-এ 88 PS শক্তি পাওয়া যায়।

Image Source: hyundai.com

এই গাড়ির ইঞ্জিন থেকে 4200 rpm এ 1147 Nm টর্ক পাওয়া যায়

Image Source: hyundai.com

এই গাড়িতে একসঙ্গে ৩৭ লিটার পর্যন্ত জ্বালানি ভরা যায়। এই গাড়িতে সানরুফও আছে।

Image Source: hyundai.com

Hyundai i 20-র ইঞ্জিন 16-20 kmpl এর মাইলেজ দেওয়ার দাবি করে। এই গাড়িতে সুরক্ষার জন্য 6টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে।

Image Source: hyundai.com

Hyundai i 20- র সবচেয়ে সস্তা মডেলটির এক্স শোরুম মূল্য ৬.৮৭ লাখ টাকা।

Image Source: hyundai.com

এই গাড়ির টপ মডেলের এক্স-শোরুম মূল্য 10.43 লাখ টাকা।

Image Source: hyundai.com