ABP Ananda


বলিউড অভিনেতা এবং বাইক প্রেমী জন আব্রাহাম 3.95 লক্ষ টাকায় Aprilia Tuono 457 লঞ্চ করেছেন।


ABP Ananda


এটি আরও স্পোর্টি ডিজাইন নিয়ে এল। এই বাইক RS 457-এর নেকেড ভার্সন যা 4 লক্ষ টাকা থেকে 4.2 লক্ষ টাকায় পাওয়া যায়।


ABP Ananda


কোম্পানির অন্য বাইকের সঙ্গে তুলনা করলে, এটির স্টাইল আলাদা। এটি একটি শার্প লুক, নেকেড মোটরবাইক


ABP Ananda


ইঞ্জিনে 457cc শক্তি রয়েছে, যা 47.6 bhp এবং 43.5 Nm টর্ক দেয়। এতে একটি 6-স্পিড গিয়ারবক্স ছাড়াও কুইক শিফটার, স্লিপার ক্লাচ রয়েছে।


ABP Ananda


RS 457-এর বেশিরভাগ অংশই Tuono-এর সঙ্গে শেয়ার করা হয়েছে। এতে ABS, ট্র্যাকশন কন্ট্রোল সহ 5 ইঞ্চি TFt ডিসপ্লে প্লাস ব্লুটুথ রয়েছে।


ABP Ananda


এর রাইডিং পজিশন সম্পূর্ণ ফেয়ারড ভার্সন থেকে ভিন্ন। নেকেড বাইকে RS 457 সেটআপের সময় ক্লিপ থেকে উঁচুতে হ্যান্ডেলবার রয়েছে।


ABP Ananda


ব্রেকিংয়ের ক্ষেত্রে সামনে ও পিছনে ডিস্ক ব্রেক রয়েছে। এখানে পাবেন প্রিলোডেড USD ফর্ক ও মনোশক সাসপেনশন


ABP Ananda


সম্পূর্ণ ফেয়ারড সংস্করণের তুলনায়, Tuono এর ইঞ্জিনকে আরও ক্লোজ দেখায়। এর রাইডিং ডাইনামিকসও আলাদা।


ABP Ananda


BMW G310R, KTM Duke 390-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে Aprilia-র এই বাইকের দাম RS 457-এর থেকে কম রাখা হয়েছে।