দিনে মাত্র ১৫ টাকা খরচ, এই ই-স্কুটারে বাঁচবে খরচ ওলা এনেছে গিগ ই-স্কুটার। এই স্কুটার চালাতে দিনে খরচ হবে ১৫ টাকা। মাত্র ৪০ হাজারেই পাওয়া যাবে এই স্কুটার। এই নয়া লুকের স্কুটার আনতেই চাঞ্চল্য ছড়িয়েছে। মিনিমালিস্টিক বেয়ার বোন প্যাটার্নে বানানো এই স্কুটার। ওলা গিগে গতিবেগ হবে সর্বোচ্চ ২৫ কিমি ঘণ্টায়। ওলা গিগ প্লাসে গতিবেগ হবে ৪৫ কিমি ঘণ্টায়। একবার চার্জে ওলা গিগ নিয়ে যাবে ১১২ কিমি। ওলা গিগ প্লাসে সর্বোচ্চ রেঞ্জ দেবে ১৫৭ কিমি।