পেট্রোল পাম্পের মিটারে জালিয়াতি ! কীভাবে বুঝবেন ?

Published by: ABP Ananda
Image Source: PTI

পেট্রোল পাম্পে মিটার যন্ত্র খুব সতর্কতা মেনেই লাগানো হয়।

পেট্রোল পাম্পে মিটার যন্ত্র খুব সতর্কতা মেনেই লাগানো হয়।

Image Source: PTI

ইলেকট্রনিক্স সিস্টেম ও সফটওয়্যারে নিয়ন্ত্রিত হয় এই মিটার রিডিং।

ইলেকট্রনিক্স সিস্টেম ও সফটওয়্যারে নিয়ন্ত্রিত হয় এই মিটার রিডিং।

Image Source: PTI

এতে নিয়মিতভাবে পরীক্ষা করা হয় যাতে সঠিক মাপে পেট্রোল ডিজেল ভরা যায়।

এতে নিয়মিতভাবে পরীক্ষা করা হয় যাতে সঠিক মাপে পেট্রোল ডিজেল ভরা যায়।

Image Source: PTI

মেশিনের সফটওয়্যারে জালিয়াতি করলে কম তেল ভরিয়েও বেশি টাকা দিতে হতে পারে।

মেশিনের সফটওয়্যারে জালিয়াতি করলে কম তেল ভরিয়েও বেশি টাকা দিতে হতে পারে।

Image Source: PTI

এর ফ্লো মিটারে নজর রাখতে হবে তেল ভরানোর সময়।



পেট্রোলের দাম ও ওজনে নজর রাখা দরকার।

পেট্রোলের দাম ও ওজনে নজর রাখা দরকার।

Image Source: PTI

সঠিক মাত্রায় তেল না ভরানো হলে অভিযোগ জানানো যেতে পারে।

সঠিক মাত্রায় তেল না ভরানো হলে অভিযোগ জানানো যেতে পারে।

Image Source: PTI

পেট্রোল পাম্প মিটারের চিপের মাধ্যমে জালিয়াতি হতে পারে।

পেট্রোল পাম্প মিটারের চিপের মাধ্যমে জালিয়াতি হতে পারে।

Image Source: PTI

অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হয় পাম্প কর্তৃপক্ষের উপরে।

অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হয় পাম্প কর্তৃপক্ষের উপরে।

Image Source: PTI