ভারতে তৈরি প্রথম গাড়ি এনেছিল টাটা মোটরস।

Image Source: PTI

পথ দেখিয়েছিলেন রতন টাটা।

Image Source: PTI

যা করা অসম্ভব, তা করে দেখিয়েছিলেন তিনি।

Image Source: PTI

তিনি চেয়েছিলেন ভারতেও যেন দেশে তৈরি একটা গাড়ি থাকে।

Image Source: PTI

আর সেই লক্ষ্যে টাটা ইন্ডিকা তৈরি হয়।

Image Source: PTI

বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা অনেকেই বলেছিলেন এটা করা অসম্ভব।

Image Source: PTI

কিন্তু সেই টাটা ইন্ডিকাই ২০ শতাংশ গাড়ি-বাজার দখল করে।

Image Source: PTI

১৯৮০-১৯৯০-এর দশকে এই গাড়িই ছিল বিপুল বিখ্যাত।

Image Source: PTI

অসম্ভবকে সম্ভব করার সাফল্যের হাসি ছিল রতন টাটার মুখে।

Image Source: PTI

তিনি মানেন, ঝুঁকি না নেওয়াই জীবনের সবথেকে বড় ঝুঁকি।

Image Source: PTI