টাটা Curvv EV এখন গাড়ির বাজারে আলোচনায়। টাটা মোটর্স ইভি-রেঞ্জের ফ্ল্যাগশিপ এটি। নেক্সন ইভির-উপরের রেঞ্জে রাখা হয়েছে এটিকে।
tata punch-এর মতোই টাটা Curvv EV- তৈরি হয়েছে acti.ev প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। দৈর্ঘ্য়ে এই গাড়িটি ৪৩১০ মিলিমিটার। চওড়ায় ১৮১০ মিলিমিটার। এই গাড়ির হুইলবেস ২৫৬০ মিলিমিটার। acti.ev প্ল্যাটফর্মে তৈরি হওয়ায় এর সামনে ১১লিটারের ফ্রাঙ্ক রয়েছে এবং বুটস্পেস ৫০০ লিটারের।
এতে রয়েছে ২টি ব্যাটারি প্যাকের অপশন। একটি 45kWh এবং অন্যটি 55kWh ব্যাটারি প্য়াক। Curvv.ev -এর দাম শুরু হচ্ছে ১৭.৪৯ লক্ষ টাকা (Curvv.ev 45) এবং ১৯.২৫ লক্ষ টাকা (Curvv.ev 55)। টপ এন্ড Curvv.ev 55-এর দাম রয়েছে ২১.৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)
45kWh ব্যাটারি প্যাকের রেঞ্জ দাবি করা হয়েছে ৫০২ কিলোমিটার। 55kWh ব্যাটারি প্য়াকের রেঞ্জ দাবি করা হয়েছে ৫৮৫ কিলোমিটার। তবে টাটা মোটর্সের তরফে জানানো হয়েছে বাস্তবে এর রেঞ্জ হতে পারে ৪০০-৪৫০ কিলোমিটার
ব্যাটারি প্যাক এবং মোটরের উপর রয়েছে ১.৬ লক্ষ কিলোমিটার বা ৮ বছরের ওয়ারেন্টি।
Curvv.ev একটি ক্যুপ SUV- এতে ৫টি রঙের অপশন থাকছে। সেগুলি হল- Virtual Sunrise, Pure Grey, Pristine White, Flame Red and Empowered Oxide. রয়েছে R18 অ্যালয় হুইল, স্মার্ট ডিজিটাল কানেক্টেড DRL, LED প্রোজেক্টর হেডল্যাম্প, LED fog ল্য়াম্প- এরকম আরও অনেককিছু