টাটার এই গাড়ি নিয়ে তুঙ্গে ছিল জল্পনা...অবশেষে সামনে এল Curvv
ABP Ananda

টাটার এই গাড়ি নিয়ে তুঙ্গে ছিল জল্পনা...অবশেষে সামনে এল Curvv



অবশেষে ভারতে লঞ্চ হল Tata Curvv
ABP Ananda

অবশেষে ভারতে লঞ্চ হল Tata Curvv



ভারতের বাজারে tata curvv-এর ইভি ভার্সনের দাম শুরু হচ্ছে  ১৭.৪৯ লক্ষ টাকা থেকে
ABP Ananda

ভারতের বাজারে tata curvv-এর ইভি ভার্সনের দাম শুরু হচ্ছে ১৭.৪৯ লক্ষ টাকা থেকে



Curvv-এর ICE ভার্সনের দাম জানা যাবে সেপ্টেম্বরে।
ABP Ananda

Curvv-এর ICE ভার্সনের দাম জানা যাবে সেপ্টেম্বরে।



ABP Ananda

Tata Curvv-এর উচ্চতা ১৬৩০ মিলিমিটার এবং হুইলবেস ২৫৬০ মিলিমিটার



ABP Ananda

Tata Curvv ev-তে ৫০০ লিটারের বুটস্পেস এবং রয়েছে ফ্রাঙ্কও।



ABP Ananda

Tata Curvv-এ রয়েছে Flush ডোর হ্যান্ডেল। Ev ভার্সন ও ICE ভার্সনের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। রয়েছে রুফ টপ স্পয়লার এবং রয়েছে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল।



ABP Ananda

তিনটি পাওয়ারট্রেইন রয়েছে এই tata curvv-এ। রয়েছে ডিজেল, টার্বো পেট্রোল এবং EV. এর মধ্যে পেট্রোলের ২টি আলাদা মডেল রয়েছে। রয়েছে অটোমেটিক ও ম্যানুয়াল- ২ রকম গিয়ারবক্স অপশনই



ABP Ananda

Tata curvv-এর Ev ভার্সনে রয়েছে ২টি ব্যাটারি প্যাক। উপরের ভ্যারিয়েন্টে রয়েছে ৫৫kwh ব্যাটারি প্যাক, স্ট্যান্ডার্ড ভার্সনে রয়েছে ৪০.৫ Kwh ব্যাটারি প্যাক।



ABP Ananda

সংস্থার তরফে দাবি tata curvv-এর রেঞ্জ ৫৮৫ কিলোমিটার। ২ ব্যাটারি প্যাক অপশনের ক্ষেত্রেই একটি ইলেকট্রিক মোটর থাকছে।



ABP Ananda

tata curvv-এর ভিতরে রয়েছে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন, ডিজিটাল ইনস্টরুমেন্ট ক্লাস্টার,পাওয়ার টেলগেট, প্য়ানোরামিক সানরুফ, রিক্লাইনিং রিয়ার সিট, পাওয়ার্ড ড্রাইভার সিট এবং আরও অনেককিছু