টাটার এই গাড়ি নিয়ে তুঙ্গে ছিল জল্পনা...অবশেষে সামনে এল Curvv



অবশেষে ভারতে লঞ্চ হল Tata Curvv



ভারতের বাজারে tata curvv-এর ইভি ভার্সনের দাম শুরু হচ্ছে ১৭.৪৯ লক্ষ টাকা থেকে



Curvv-এর ICE ভার্সনের দাম জানা যাবে সেপ্টেম্বরে।



Tata Curvv-এর উচ্চতা ১৬৩০ মিলিমিটার এবং হুইলবেস ২৫৬০ মিলিমিটার



Tata Curvv ev-তে ৫০০ লিটারের বুটস্পেস এবং রয়েছে ফ্রাঙ্কও।



Tata Curvv-এ রয়েছে Flush ডোর হ্যান্ডেল। Ev ভার্সন ও ICE ভার্সনের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। রয়েছে রুফ টপ স্পয়লার এবং রয়েছে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল।



তিনটি পাওয়ারট্রেইন রয়েছে এই tata curvv-এ। রয়েছে ডিজেল, টার্বো পেট্রোল এবং EV. এর মধ্যে পেট্রোলের ২টি আলাদা মডেল রয়েছে। রয়েছে অটোমেটিক ও ম্যানুয়াল- ২ রকম গিয়ারবক্স অপশনই



Tata curvv-এর Ev ভার্সনে রয়েছে ২টি ব্যাটারি প্যাক। উপরের ভ্যারিয়েন্টে রয়েছে ৫৫kwh ব্যাটারি প্যাক, স্ট্যান্ডার্ড ভার্সনে রয়েছে ৪০.৫ Kwh ব্যাটারি প্যাক।



সংস্থার তরফে দাবি tata curvv-এর রেঞ্জ ৫৮৫ কিলোমিটার। ২ ব্যাটারি প্যাক অপশনের ক্ষেত্রেই একটি ইলেকট্রিক মোটর থাকছে।



tata curvv-এর ভিতরে রয়েছে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন, ডিজিটাল ইনস্টরুমেন্ট ক্লাস্টার,পাওয়ার টেলগেট, প্য়ানোরামিক সানরুফ, রিক্লাইনিং রিয়ার সিট, পাওয়ার্ড ড্রাইভার সিট এবং আরও অনেককিছু