১৮৭ কিমি রেঞ্জ, দাম কমল এই বৈদ্যুতিন বাইকের এই বাইকের যেমন লুক, তেমন ফিচার্স। বৈদ্যুতিন বাইকের দুনিয়ায় নতুন হলেও পাবেন দারুণ ফিচার্স। ওবেন রর এবারে নিয়ে এল বিপুল ছাড়ের সুযোগ। এই সংস্থার ই-বাইকে ২৫ হাজারের ছাড় মিলবে। যে বাইকের দাম ১ লাখ ৫০ হাজার, তা মিলবে ১ লাখ ২৫ হাজারে। একে নাম দেওয়া হয়েছে 'ফ্রিডম উইক অফার'। ১৫ অগাস্ট পর্যন্ত চলবে এই অফারের সুযোগ। এই বাইকে এক চার্জে যাওয়া যাবে ১৮৭ কিমি। মাত্র ৩ সেকেন্ডেই ৪০ কিমি গতি উঠবে এই বাইকে।