শখে হোক বা প্রয়োজনে, দেশের বহু পরিবারেই রয়েছে দু'চাকার যান। গ্রাম থেকে শহরে প্রতিদিন অসংখ্য মানুষ মোটরবাইক বা স্কুটি ব্যবহার করেন। বাইক বা স্কুটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল টায়ার। যার স্বাস্থ্য ঠিক রাখা খুব প্রয়োজন। বাইকের টায়ার যাতে দীর্ঘদিন ভাল থাকে, তার জন্য বেশ কিছু বিষয়ে নজর রাখতে হবে। বাইকের চাকার ভারসাম্য (Wheel Alignment) নিয়মিত দেখভাল করা উচিত। Wheel Alignment ঠিক না থাকলে বাইকের টায়ার দ্রুত নষ্ট হয়ে যা। ভাল রাস্তায় বাইক চালানো প্রয়োজন। অফ-রোডিংয়ের জন্য সব বাইক ব্যবহার করা যায় না। কড়া রোডে প্রতিদিন বাইক রাখলে দ্রুত নষ্ট হয়ে যায় টায়ার। কোনও ছায়ায় বাইক রাখলে ভাল। চাকায় হাওয়া যেন ঠিক মাপে থাকে। টায়ার প্রেসারের উপর টায়ারের মেয়াদ নির্ভর করে।