Image Source: Pexels

শখে হোক বা প্রয়োজনে, দেশের বহু পরিবারেই রয়েছে দু'চাকার যান।

Image Source: Pexels

গ্রাম থেকে শহরে প্রতিদিন অসংখ্য মানুষ মোটরবাইক বা স্কুটি ব্যবহার করেন।

Image Source: Pexels

বাইক বা স্কুটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল টায়ার। যার স্বাস্থ্য ঠিক রাখা খুব প্রয়োজন।

বাইকের টায়ার যাতে দীর্ঘদিন ভাল থাকে, তার জন্য বেশ কিছু বিষয়ে নজর রাখতে হবে।

Image Source: Pexels

বাইকের চাকার ভারসাম্য (Wheel Alignment) নিয়মিত দেখভাল করা উচিত।

Image Source: Pexels

Wheel Alignment ঠিক না থাকলে বাইকের টায়ার দ্রুত নষ্ট হয়ে যা।

ভাল রাস্তায় বাইক চালানো প্রয়োজন। অফ-রোডিংয়ের জন্য সব বাইক ব্যবহার করা যায় না।

Image Source: Pexels

চাকায় হাওয়া যেন ঠিক মাপে থাকে। টায়ার প্রেসারের উপর টায়ারের মেয়াদ নির্ভর করে।