স্বাধীনতার ৭৫ বছর প্রতীকী 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অনুষ্ঠান পালিত হল।
জয়সলমেরে তিন বাহিনীর একত্রে স্কাইডাইভিংয়ের আয়োজন করে ভারতীয় বায়ুসেনা।
৭৫ টি স্কাইডাইভার চারটি এমআই ১৭ হেলিকপ্টার থেকে ১০ হাজার ফুট থেকে ঝাঁপ মারে।
ভিয়েতনামে মোতায়েন ভারতীয় নৌসেনার রণতরীগুলি স্বাধীনতা দিবস উদযাপন করে।
ভিয়েতনামে নৌ মহড়ায় অংশ নিয়েছে আইএনএস রণবিজয় ও আইএনএস কোরা।
মুম্বইতে ৭৫ জন সাইক্লিস্ট ৭৫ কিলোমিটার দীর্ঘ ফ্রিডম সাইক্লোথন-এ অংশ নেন।
লাদাখের প্যাংগং সো হ্রদের তীরে জাতীয় পতাকা উত্তোলন আইটিবিপি।
একে অপরকে শুভেচ্ছে বিনিময় করলেন আইটিবিপি জওয়ানরা।
পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের সঙ্গে মিষ্টি বিনিময় করল বিএসএফ।
দক্ষিণ ২৪ পরগনার সাগরে জম্বুদ্বীপে তেরঙা উত্তোলন করে উপকূলরক্ষী বাহিনী।