মুম্বইয়ে 'বচ্চন পাণ্ডে' ছবির প্রোমোশন করছেন অক্ষয় কুমার, কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ার্সিরা প্রোমোশনের সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তাঁরা ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে যাতে ভয়াবহ লুকে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে মাত্র কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 'বচ্চন পাণ্ডে' ছবির নতুন পোস্টার শেয়ার করেন অক্ষয় কুমার নতুন পোস্টারে রুক্ষ চেহারায় দেখা যায় অভিনেতাকে 'বচ্চন পাণ্ডে' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় তুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, কৃতী শ্যানন, আরশাদ ওয়ার্সিকে ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিংহকে কপিল শর্মার শোয়ে খুব শীঘ্রই হাজির থাকতে চলেছেন 'বচ্চন পাণ্ডে' ছবির অভিনেতারা আগামী ১৮ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি