ব্যালন ডি'অর চ্যাম্পিয়ন হয়েছেন করিম বেঞ্জেমা দ্বিতীয় স্থানে শেষ করেছেন সাদিও মানে ম্যাঞ্চেস্টার সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন তৃতীয় হয়েছেন সেরা ফরোয়ার্ড হলেও, সেরা ফুটবলারের তালিকায় চতুর্থ স্থানেই শেষ করলেন লেওয়ানডস্কি মানের প্রাক্তন সতীর্থ মহম্মদ সালাহ রয়েছেন পঞ্চম স্থানে ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ষষ্ঠ স্থানে রাখা হয়েছে সেরা গোলকিপার কুর্তোয়া ফুটবলারদের তালিকায় সপ্তম স্খানে শেষ করলেন কুর্তোয়ার সতীর্থ ভিনিসিয়াস অষ্টম স্থানে রয়েছেন নবম স্থানেও আরেক রিয়াল তারকা লুকা মদ্রিচ ম্যান সিটি তারকা ফরোয়ার্ড আরলিং হালান্ড রয়েছেন দশম স্থানে