১ জুলাই থেকেই বদলে যাবে রেলের টিকিট বুকিংয়ের এই নিয়ম

Published by: ABP Ananda
Image Source: ABPLive AI

রেলের তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম বদলে যাচ্ছে ১ জুলাই থেকে।



এবার থেকে টিকিট বুকিংয়ে হতে হবে আরও সচেতন।



IRCTC-তে তৎকাল টিকিট বুক করতে গেলে আধার কার্ড আবশ্যিক এখন।



আধার ছাড়া তৎকাল টিকিট বুকিং হবে না, জানিয়েছে রেল।



১৫ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে আধার-ভিত্তিক ওটিপি অথেন্টিকেশন।



আবার তৎকাল টিকিট বুকিং উইন্ডো খোলার প্রথম ৩০ মিনিটে কাজ করতে পারবেন না বৈধ এজেন্টরাও।



এসি ও নন-এসি দুয়ের জন্যই কার্যকর হবে এই নিয়ম।



ভুয়ো বুকিং বন্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে রেলওয়ে।



এসি কামরার তৎকাল বুকিং শুরু হবে সকাল ১০ টা থেকে, নন-এসি কামরার জন্য ১১ টা থেকে।