GSI-তে দেশের মধ্যে সপ্তম বাঁকুড়ার বাসিন্দা।
ইচ্ছাশক্তিই শেষ কথা, মনে করালেন পার্থ করণ।
ছোটো থেকেই 'মেধাবী' হিসেবে পরিচিত তিনি।
বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, মা গৃহবধূ।
স্কর্টিশ চার্চে পদার্থবিদ্যা নিয়ে পড়েন পার্থ করণ।
IIT-তে মাস্টার্সের পর চাকরির পড়া শুরু করেন।
চাকরির পরীক্ষার জন্য কোচিং নিতে দিল্লিতে যান।
আগে বহুবার সাফল্যের কাছে পৌঁছেও সফলতা আসেনি।
তাই তাঁর মতো ভুল কেউ যাতে না করেন,বার্তা পার্থর।
প্রতিযোগীদের সাহায্য করতে প্রস্তুত, জানিয়েছেন তিনি।