স্পেনে গেলে পর্যটকদের সবথেকে বড় আকর্ষণ হয় মায়িরকা

মায়িরকা শব্দের অর্থ বড় দ্বীপ।

প্রাকৃতিকভাবে এত অপরূপ সুন্দর এই দ্বীপ

ইউরোপের অনেক কবি সাহিত্যিক এখানে থাকতে শুরু করেন

জনবসতির সত্তর শতাংশই সমুদ্র সৈকতের কাছাকাছি থাকতে পছন্দ করে

প্রতিবছর দশ হাজারেরও বেশি সাইক্লিস্ট আসেন

তাঁরা সাইকেল রেসে অংশগ্রহণ করেন

সাইক্লিং ছাড়া আর এক আকর্ষণ বাইক রেস

সমুদ্র সৈকতে বাইক রেসও পর্যটকদের অন্যতম পছন্দের

মায়িরকায় আজও কিছু গুহা পাওয়া যায়

মায়িরকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম

বছরে তিনশো দিনের বেশি থাকে রোদ ঝলমলে আবহাওয়ার পরিবেশ

মায়িরকার বিখ্যাত ফুটবল ক্লাব রিয়েল মায়িরকা

তারা দ্বীপবাসীদেরই প্রতিনিধিত্ব করে থাকে স্প্যানিশ লা লিগায়

পৃথিবীতে অনেক জায়গাতেই স্বচ্ছ্ব জল পাওয়া যায়

জল একেবারে স্বচ্ছ্ব, সৈকত দীগন্ত বিস্তৃত

ফোটোগ্রাফির ডেস্টিনেশন হিসেবে মায়িরকাকেই ধরা হয়