শহুরে কংক্রিটে বন্দি জীবনে সবুজের ছোঁয়া এখন বড়ই কম
গত কয়েক বছরে এদেশে ইন্ডোর প্ল্যান্টের রমরমা বেড়েছে।
ইন্ডোর প্ল্যান্টের একাধিক উপকারিতা রয়েছে।
ঘরের ভেতরে গাছ থাকলে মানসিক চাপ কমতে পারে।
প্লাস্টিকের নয়, মনোযোগ তীক্ষ্ণ করতে পারে প্রাকৃতিক গাছই।
যে ঘরে ইন্ডোর প্ল্যান্ট রয়েছে সেখানে বসে কাজ করা একটা থেরাপি।
রোগ থেকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করতে পারে ইনডোন প্ল্যান্ট।
যে ঘরে বসে কেউ কাজ করছে সেখানে গাছ রাখেল মনযোগ বাড়ে।
গাছপালা কাজের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করতে পারে।
গাছপালা ঘরের বাতাসের গুণমান উন্নত করতে পারে।