উত্তরপ্রদেশে ফের চলল যোগী আদিত্যনাথের 'বুলডোজার'
ভোট গণনার প্রবণতা অনুযায়ী, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লখনউয়ের তখতে পদ্ম-রাজ-ই ফিরতে চলেছে
৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ২০২
৩৭ বছর পর উত্তরপ্রদেশে পরপর দু’বার সরকারে শাসকদল
গোরক্ষপুর সদর আসনে যোগী আদিত্যনাথ ও কারহাল আসনে এগিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব
বিজেপির এই জয়ের জন্য বিজয়বর্গীয় প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিয়েছেন