৪ জুলাই জন্মদিন উদযাপন করলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ অদ্রিজা রায়।

'বার্থডে উইক' শুরু হতেই দুবাই পাড়ি দেন অভিনেত্রী।

সঙ্গী তাঁর প্রিয় বন্ধু অর্পিতা। তাঁর সঙ্গে জন্মদিন কাটালেন তিনি।

কেক কেটে, নীল শাড়িতে ইয়টের ওপরে অন্যভাবে জন্মদিন সেলিব্রেট করেন তিনি।

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী, 'অ্যাডভেঞ্চার স্পোর্টস'-এর।

ভিডিওয় তাঁকে 'জিপলাইন' করতে দেখা গেল।

ভিডিওয় অভিনেত্রী জানান যে তিনি এই প্রথম দুবাই এসেছেন।

প্রসঙ্গত, সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন অদ্রিজা।

কখনও সমুদ্র সৈকত তো কখনও পাহাড়ের কোল থেকে পোস্ট করেন ছবি।

তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল দেখলেই চোখে পড়ে ঘুরতে যাওয়ার দুর্দান্ত সব ছবি।