ছবি নয়, নতুন মিউজিক ভিডিওর জন্য ফের জুটি বাঁধছেন ছোটপর্দার ‘অরণ্য সিংহ রায়' আর 'পাখি ঘোষ দস্তিদার’।
ছোটপর্দায় 'বোঝেনা সে বোঝেনা' ধারাবাহিক থেকেই জনপ্রিয় হয়েছিল মধুমিতা সরকার ও যশ দাশগুপ্তের জুটি। দর্শকদের মনে ধরেছিল তাঁদের রসায়ন।
ছোটপর্দা ছেড়ে ইতিমধ্যেই বড়পর্দায় পা রেখেছেন দুজনে। তবে আলাদা ছবিতে।
বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে যোগদান করেছিলেন যশ। অন্যদিকে রাজনীতির থেকে শত হস্ত দূরেই মধুমিতা।
ধারাবাহিক চলাকালীন যশ মধুমিতার সম্পর্ক নিয়ে গুঞ্জন হলেও তাতে পাত্তা দেননি অভিনেতারা। বরং কাজকেই গুরুত্ব দিয়েছেন বেশি
সম্প্রতি নুসরত জাহানের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন যশ।
বড়পর্দায় ইতিমধ্যেই অভিষেক হয়েছে মধুমিতার। তাঁর প্রথম ছবি 'চিনি' সাফল্য এনে দিয়েছে তাঁকে।
সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ মধুমিতা। হামেশাই নিজের বিভিন্ন ফটোশ্যুট বা রিল ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
রাজনীতিকে পত্রপাঠ বিদায় না জানালেও আপাতত রাজনীতির মঞ্চ থেকে উধাও যশ। বরং রুপোলি পর্দায় ফেরার দিকেই বেশি আগ্রহ তাঁর।
আপাতত ভালো কাজের অপেক্ষায় রয়েছেন যশ। অন্যদিকে নেটিজেনদের অনুমান, নুসরতের সন্তানের অপেক্ষায় দিন কাটছে তাঁর