২০১০ সালে 'দাবাং' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন সোনাক্ষী সিন্হা। বিপরীতে ছিলেন সলমন খান। ২০১২ সালে মুক্তি পায় 'রাউডি রাঠৌর'। অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন। ২০১২ সালে মুক্তি পায় 'দাবাং ২'। সেখানেও অভিনয় করেন সোনাক্ষী। ২০১৩ সালে মুক্তি পায় একেবারে অন্য ঘরানার ছবি 'লুটেরা'। বিপরীতে ছিলেন রণবীর সিংহ। ২০১৩ সালেই মুক্তি পায় 'আর... রাজকুমার'। বিপরীতে অভিনয় করেছিলেন শাহিদ কপূর। ২০১৬ সালে মুক্তি পায় 'আকিরা'। অ্যাকশন ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিতে অন্যভাবে নজর কেড়েছিলেন অভিনেত্রী। ২০১৯ সালে মুক্তি পায় 'কলঙ্ক'। প্রচুর তারকা সম্বলিত ছবিটি বিশেষ ভাল ব্যবসা করতে পারেনি। ২০১৯ সালে মুক্তি পায় 'দাবাং ৩'। সেই ছবিও বেশ ভাল ব্যবসা করে। একাধিক তারকা সম্বলিত 'মিশন মঙ্গল' ছবিতে দেখা যায় তাঁকে ২০১৯ সালে। ২০২১ সালে 'ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতে দেখা যায় সোনাক্ষী সিন্হাকে।