অন্তর্বর্তী জামিন পেলেন বলি-তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ।

২০০ কোটি টাকা প্রতারণার মামলায় ২৬ তারিখ পাতিয়ালা হাউস কোর্টে হাজির হয়েছিলেন জ্যাকলিন

জ্যাকলিনের তরফে অন্তর্বর্তী জামিনের আবেদন জানান আইনজীবী। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সেই আর্জি মঞ্জুর করেছে কোর্ট।

অ্যাডিশনাল সেশনস জাজ শৈলেন্দর মালিক এদিন জ্যাকলিনের জামিনের আর্জি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতামত জানতে চান

জ্যাকলিনের জামিনের আর্জি শোনার পরে তাঁর জামিন মঞ্জুর করা হয়। পরবর্তী শুনানি ২২ অক্টোবর

২২ অক্টোবর বলি-তারকার জামিনের আবেদনের শুনানি হবে। এই মামলাতেই অন্যতম অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর

গত ১৭ অগাস্ট এই মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল ইডি। তাতেই নাম ছিল জ্যাকলিনের।

এই মামলায় সাক্ষী হিসেবে অবশ্য় আরও এক বলি-তারকা, নোরা ফতেহির বয়ান রেকর্ড করেছে ইডি