চা অনেকেই কাছে স্ট্রেস তাড়ানোর উপায়। গরমে আরাম পেতে সেই চায়েও মাঝেমধ্য়ে অন্য চেহারা হতেই পারে।
ABP Ananda

চা অনেকেই কাছে স্ট্রেস তাড়ানোর উপায়। গরমে আরাম পেতে সেই চায়েও মাঝেমধ্য়ে অন্য চেহারা হতেই পারে।

দুধ-চা বা কালো চা। অথবা হালের গ্রিন টি। সবরকমই রয়েছে।  এবার নতুন কী হতে পারে?
ABP Ananda

দুধ-চা বা কালো চা। অথবা হালের গ্রিন টি। সবরকমই রয়েছে। এবার নতুন কী হতে পারে?

ফ্রুট ইনফিউজড টি: কমলা, বেরি আর মিন্ট পাতার সঙ্গে চায়ের চমক। গরমে মিলবে দারুণ আরাম।
ABP Ananda

ফ্রুট ইনফিউজড টি: কমলা, বেরি আর মিন্ট পাতার সঙ্গে চায়ের চমক। গরমে মিলবে দারুণ আরাম।

মধু-লেবু-আদার চমক: ঠান্ডা লাগলে চমৎকার কাজ দেবে এই চা। চায়ের সঙ্গে মিশবে আদা ও লেবু। সঙ্গে চিনির বদলে মধু

মধু-লেবু-আদার চমক: ঠান্ডা লাগলে চমৎকার কাজ দেবে এই চা। চায়ের সঙ্গে মিশবে আদা ও লেবু। সঙ্গে চিনির বদলে মধু

ক্যামোমাইলে আরাম: ক্যামোমাইল টি অনেকেরই পছন্দ। এবার তার সঙ্গে আপেন ও মিন্ট পাতা মিশিয়ে দিলেই ক্লান্তি দূর।

মশলার জাদু: আদা, দারচিনি, এলাচের ভারী ডোজ। কড়া চায়ে মিশিয়ে তৈরি দেশি মশালা চা

কাওয়া: নাম নিশ্চয়ই অনেকেই শুনেছেন। কাশ্মীরের নিজস্ব চা এটি, তার সঙ্গে নানা ধরনের মশলা আর জাফরান মিশিয়ে তৈরি কাওয়া

চায়ের চমক: আদার সঙ্গে চেরি মিশলে কেমন লাগবে? দুটিই একসঙ্গে খাওয়া যাবে চেরি অ্যান্ড জিঞ্জার আইসড টি-তে

আমের মজা: নয়া ফিউশন টি। আইসড টি-এর সঙ্গে আমের পাল্প মেশালেই তৈরি এই চা

হলুদ চা: হলুদে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট। চায়ের সঙ্গে হালকা হলুদ মিশিয়েও খেতে পারেন। দূরে থাকবে নানা রোগ