চা অনেকেই কাছে স্ট্রেস তাড়ানোর উপায়। গরমে আরাম পেতে সেই চায়েও মাঝেমধ্য়ে অন্য চেহারা হতেই পারে।

দুধ-চা বা কালো চা। অথবা হালের গ্রিন টি। সবরকমই রয়েছে। এবার নতুন কী হতে পারে?

ফ্রুট ইনফিউজড টি: কমলা, বেরি আর মিন্ট পাতার সঙ্গে চায়ের চমক। গরমে মিলবে দারুণ আরাম।

মধু-লেবু-আদার চমক: ঠান্ডা লাগলে চমৎকার কাজ দেবে এই চা। চায়ের সঙ্গে মিশবে আদা ও লেবু। সঙ্গে চিনির বদলে মধু

ক্যামোমাইলে আরাম: ক্যামোমাইল টি অনেকেরই পছন্দ। এবার তার সঙ্গে আপেন ও মিন্ট পাতা মিশিয়ে দিলেই ক্লান্তি দূর।

মশলার জাদু: আদা, দারচিনি, এলাচের ভারী ডোজ। কড়া চায়ে মিশিয়ে তৈরি দেশি মশালা চা

কাওয়া: নাম নিশ্চয়ই অনেকেই শুনেছেন। কাশ্মীরের নিজস্ব চা এটি, তার সঙ্গে নানা ধরনের মশলা আর জাফরান মিশিয়ে তৈরি কাওয়া

চায়ের চমক: আদার সঙ্গে চেরি মিশলে কেমন লাগবে? দুটিই একসঙ্গে খাওয়া যাবে চেরি অ্যান্ড জিঞ্জার আইসড টি-তে

আমের মজা: নয়া ফিউশন টি। আইসড টি-এর সঙ্গে আমের পাল্প মেশালেই তৈরি এই চা

হলুদ চা: হলুদে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট। চায়ের সঙ্গে হালকা হলুদ মিশিয়েও খেতে পারেন। দূরে থাকবে নানা রোগ