১৯৯০, ২ মার্চ জন্ম হয় বলিউড অভিনেতা, মার্শাল আর্টিস্ট, নৃত্যশিল্পী জয় হেমন্ত ওরফে টাইগার শ্রফের ২০১৪ সালে আত্মপ্রকাশ, 'হিরোপন্তি' দিয়ে যাত্রা শুরু অ্যাকশন ছবি: 'বাঘি' ফ্রাঞ্চাইজি, 'হিরোপন্তি', 'ওয়ার' জনপ্রিয় টাইগার শ্রফ বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের অন্যতম ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০-এর তালিকায় ২০১৮ থেকে রয়েছে তাঁর নাম টাইগার শিবের উপসাক, প্রতি সোমবার ও মহা শিবরাত্রিতে নিয়মিত উপোস করেন ছবি ছাড়াও একাধিক মিউজিক ভিডিওয় কাজ, নাচের দক্ষতা নজরকাড়া মিউজিক ভিডিও: 'জিন্দেগি আ রহা হু ম্যয়', 'বেফিকরা', 'মুসকুরায়গা ইন্ডিয়া' ইত্যাদি ২০১৫ সালে 'আইফা', 'স্টার ডেবিউ অফ দ্য ইয়ার' পুরস্কার পান মুক্তির অপেক্ষায় 'হিরোপন্তি ২', 'গণপথ' ছবি দুটি