নারীবাদী আদর্শ প্রমাণের তাগিদ নেই
আছে শুধু রীতিনীতির প্রতি শ্রদ্ধা, আস্থা
তাই শাড়ি, সিঁদুর পরচে পিছপা হন না পুরুষরা
হুগলির ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো
২৩০ বছর ধরে চলে আসছে এই রীতি
দশমীতে জগদ্ধাত্রীকে বরণ করেন পুরুষরাই
নিয়ম করে শাড়ি পরেন, সিঁদুরে রাঙান কপাল
বরমের ডালা গুছিয়ে চলে যান দেবীবরণে
শাঁখ বাজিয়ে, উলু দিয়ে চলে দেবীবরণ
তার পর শোভাযাত্রা সহকারে হয় বিসর্জন
গোরা সৈনিকদের ভয়ে মেয়েদের বাঁচাতেই শুরু এই রীতি