পর্যটকরা বুঁদ হয়ে যাচ্ছেন প্রকৃতির শোভায়

সোনালি রোদে ঝলমলে কাঞ্চনজঙ্ঘা

বর্ষার মেঘের চাদর সরতেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা।

একদিকে আকাশচুম্বি শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা।অন্যদিকে, পাইন গাছের নিস্তব্ধতা

দার্জিলিং পাহাড়কে এখন যেন দুহাতে বেঁধে রেখেছে শ্বেতশুভ্র পর্বতমালা।

টয় ট্রেনে সওয়ারি পর্যটকরা বুঁদ হয়ে যাচ্ছেন প্রকৃতির শোভায়।

শীতের শহর দার্জিলিঙে এখন পর্যটকের ঢল।

অপূর্ব শোভা থেকে চোখ ফেরানোই যাচ্ছে না।

এমন দিনে পাহাড়ে এলেই মন ভাল হয়ে যায় পর্যটকদের।