ভারতীয় সমাজব্যবস্থা এবং জাতপাতের ছুঁৎমার্গ
পরস্পরের সঙ্গে জড়িয়ে ওতপ্রোত ভাবে
একেবারে ছোট্ট বয়সেই বুঝতে পেরেছিলেন তিনি
স্কুলে পাশে বসতেন না সহপাঠীরা, স্পর্শ এড়াতেন শিক্ষকরাও
গ্রামেও নানা ভাবে হেনস্থা করা হতো পরিবারকে
সেই পরিবেশ থেকেই লন্ডনে পড়তে যাওয়া
ফিরে এসে স্বাধীনতা আন্দোলনে, দেশের সংবিধান রচনা
জাতপাতই সঅধঃপতনের কারণ বলে মনে করতেন
নারীসমাজের উন্নতিই সামাজিক উন্নয়নের মাপকাঠি
এমনই মনে করতেন বিআর অম্বেডকর