আমদাবাদের রনিপে ভোট দিলেন প্রধানমন্ত্রী।
লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ড দেখিয়ে ভোট দিলেন মোদি।
গুজরাতে আজ দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ।
মোদিকে ঘিরে সকাল থেকেই উৎসাহ ছিল তুঙ্গে।
অনেকে রাস্তায় প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতেই ভিড় জমিয়ে দেন।
অনুরাগীদের করজোড়ে নমস্কার জানান মোদি।
সোমবার সকাল সাড়ে ৯টায় আসেন তিনি ভোটগ্রহণ কেন্দ্রে।
আমদাবাদের রনিপে ভোটার কার্ড-সহ পৌঁছন মোদি।
রাস্তার দু’পাশে তখন গলা ফাটিয়ে ‘মোদি, মোদি’ স্লোগান।
বুথ পর্যন্ত হেঁটে যেতেই শুভেচ্ছায় ভাসলেন প্রধানমন্ত্রী।