দুর্ঘটনার কবলে পড়ে আহত ভুবন বাদ্যকর সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে চালাতে গিয়ে বিপত্তি বুকে-মুখে ও হাতে আঘাত লেগেছে ভাইরাল বাদামকাকুর তবে চোট গুরুতর নয়, জানাচ্ছে এক্স-রে রিপোর্ট সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও বর্ধমান মেডিক্যাল কলেজে এক্স রে হয়েছে আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামের জন্য বাড়ি ফিরে গিয়েছেন অসুস্থ থাকায় আপাতত গান বন্ধ থাকছে কাঁচা বাদাম খ্যাত ভুবনে, সুস্থ হলেই ফের ধরবেন গান .বীরভূমের গ্রামে গ্রামে বাদাম বিক্রি থেকে আপাতত তাঁর কাঁচা বাদামের সুর ভারতজুড়ে ভাইরাল গানে পুরোদস্তুর মনোনিবেশ করতে বাদাম বিক্রি ছেড়েছেন ভুবন দ্রুত সুস্থ হয়ে তিনি ফের গানে সুর তুলুন, চাইছে সবাই।