মোহালিতে শততম টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি ৯৯ টেস্টে ২৭ সেঞ্চুরি রয়েছে কোহলির সেঞ্চুরির সংখ্যায় ভারতীয়দের মধ্যে চারে কোহলি টেস্টে ৫১টি সেঞ্চুরি করে ভারতের তো বটেই, বিশ্বেও শীর্ষে সচিন টেস্ট সেঞ্চুরিতে ভারতীয়দের মধ্যে দুইয়ে দ্রাবিড় (৩৬), তিনে গাওস্কর (৩৪) ৯৯ টেস্টে ৭৯৬২ রান করেছেন কোহলি টেস্টে অনবদ্য ব্যাটিং গড় কোহলির, ৫০.৩৯ সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪ ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানের বিচারে ছয়ে কোহলি সচিনের রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট?