তিনি জাতীয় দলে শেষ খেলেছেন প্রায় ১৪ মাস আগে নেপিয়ারে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সেই ভুবনেশ্বর কুমার কি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ফিরবেন? আন্তর্জাতিক ক্রিকেটে ৮৭টি টি-২০ ম্যাচ খেলেছেন ভুবি নিয়েছেন ৯০ উইকেট শুক্রবার রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে খেললেন ৬ বছর পর লাল বলের ক্রিকেটে ফিরলেন বাংলার প্রথম ইনিংসের ৫ উইকেটের ৫টিই নিয়েছেন ভুবি তাঁর স্যুইংয়ের হদিশ পাননি মনোজ তিওয়ারিরা তারপর থেকেই জোর চর্চা, ফের কি ভারতীয় দলে দেখা যাবে ভুবিকে? (ছবি - পিটিআই)