১১ জানুয়ারি ৫১ বছর পূর্ণ করলেন রাহুল দ্রাবিড়



১৬৪ টেস্টে ২১০টি ক্যাচ নিয়েছেন রাহুল, যা বিশ্বরেকর্ড



ওয়ান ডে ক্রিকেটে টানা ১২০ ইনিংস শূন্য রানে আউট হননি দ্রাবিড়, সেটিও একটি নজির



সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১৭৩ ইনিংসে শূন্য না করে খেলেছেন দ্রাবিড়, যা বিশ্বরেকর্ড



টেস্টে মোট ১০ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন দ্রাবিড়, সচিন ও স্টিভ ওয়র সঙ্গে একাসনে



টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল (৩১,৫২৮) খেলা ক্রিকেটার দ্রাবিড়



টেস্টে সবচেয়ে বেশিক্ষণ ক্রিজে সময় কাটানোর দৃষ্টান্তও রয়েছে দ্রাবিড়ের (৭৩৫ ঘণ্টা ৫২ মিনিট)



টেস্টের ইতিহাসে দ্রাবিড় ও সচিন জুটিতে সবচেয়ে বেশি রান (৬৯২০) করেছেন



টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি পার্টনারশিপ গড়েছেন দ্রাবিড়, মোট ৮৮ বার



টেস্টে ৬ বার তিনশো বা তার বেশি রানের পার্টনারশিপ গড়েছেন দ্রাবিড়, সেটিও একটি রেকর্ড (ছবি - পিটিআই)