ভারতে এল ডুকাতির বিশেষ এডিশন, নাম Ducati Panigale V2 বিশেষ এডিশন বলে সীমিত সংখ্যায় পাওয়া যাবে বাইক Ducati 996R থেকে অনুপ্রাণিত এই বাইকের ডিজাইন Panigale V2-এর রেগুলার মডেলের থেকে তিন কেজি হালকা লিথিয়াম-আয়ন ব্যাটারি ও ওয়ান সিটারের অপশনে তৈরি বাইক 955 cc টুইন-সিলিন্ডার ইঞ্জিনে চলে এই সুপার বাইক 55 hp-এর সর্বোচ্চ শক্তি ও 9,000 rpm-এর সর্বাধিক 104 Nm টর্ক রয়েছে বাইকে এই বাইক 955 cc টুইন-সিলিন্ডার ইঞ্জিনে 10,750 rpm এই শক্তি তৈরি করে