বিপত্তারিণী পুজোয় হাতে লাল সুতো বাঁধা হয় কেন?

কী এর মাহাত্ম্য?

সাধারণত হিন্দু ধর্মের লোকেরা হাতে লাল সুতো বেঁধে থাকেন এটি আমাদের একটি ধর্মীয় সংস্কার মাত্র

এই অলৌকিক সুতো সমস্ত অমঙ্গল,

বিপদ-আপদ থেকে নিরাপদ রাখবে, এটাই বিশ্বাস

বিপত্তারিণী পূজা ছাড়াও পূরাণে লাল সূতো ব্যবহার করার কিছু উদাহরণ পাওয়া যায়

দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে লাল সুতোর মালা তাঁর গলায় বেঁধে দেন

অসুরের সঙ্গে যুদ্ধে জয়ী হন ইন্দ্র
বিপদ থেকে রক্ষা পেতে তাই লাল সুতো বাধার প্রচলন চলছে