শনি হলেন সূর্য দেবতার পুত্র সূর্য ও শনির সংমিশ্রণ ভাগ্যে শুভ সময় আনে আজ কুম্ভ রাশিতে বক্রী হবে শনি দু'দিন আগেই রাশি পরিবর্তন করেছে সূর্য পিতা-পুত্রের এই গোচরের ফলে কিছু রাশির জাতকদের লাভের প্রবল যোগ রয়েছে কর্মক্ষেত্রে পদ-প্রতিষ্ঠা লাভ করবেন এই রাশির জাতক ব্যয় বাড়তে পারে চাকরিজীবীরা সহকর্মীর সহযোগিতা লাভ করবেন পৈতৃক সম্পত্তির মাধ্যমে অর্থ লাভের পথ প্রশস্ত হবে কেরিয়ারের জন্য সময় খুব ভালো