ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী হিসাবেই তাঁকে এতদিন চিনতেন সকলে তবে রিভাবা জাডেজা এবার রাজনীতির ময়দানে বাজিমাত করলেন প্রথমবার ভোটের ময়দানে নেমেছিলেন ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী আর নেমেই বাজিমাত। বিপুল ভোটে জিতলেন রিভাবা গুজরাতের জামনগর উত্তর কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন রিভাবা বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন তিনি প্রাপ্ত ভোটের নিরিখে তাঁর ধারেকাছে নেই দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া আম আদমি পার্টির প্রার্থী ভারতীয় দলের অলরাউন্ডার জাডেজার পরিবার কংগ্রেস ঘনিষ্ঠ হিসাবেই এতদিন পরিচিত ছিল তবে রিভাবা দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে