চোখের সামনে বড় হয়েছেন, সেই বোনঝির মৃত্যুও দেখতে হল! শোকে বিহ্বল বলিউড অভিনেত্রী দিয়া মির্জা, লিখলেন ইনস্টাগ্রামে প্রয়াত বোনঝির জন্য দিয়া লেখেন, ‘আলোর দেশে পাড়ি দিয়েছো’। ‘আমাদের জীবনে হাসি নিয়ে আসতে’, ‘আলোকিত হোক অন্য দুনিয়াও’ তানিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ অর্জুন রামপাল, গওহর খানেরও ২১ বছর বয়স হয়েছিল তানিয়ার, কংগ্রেস নেতা ফিরোজ খানের মেয়ে মেকআপ আর্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন, কাজ দিয়ার সঙ্গেও দু’জনের ছবিও রয়েছে ইনস্টাগ্রামে, মাসির মতো হতে চাইতেন, খোল ছিল সানরুফ, মাথায়, হাতে চোট পান হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষিত হন