সাদা কালো আর লাল, এই তিন রঙের ব্যবহারেই চোখ ধাঁধানো স্টাইল করা যায় কীভাবে? একঝলকে দেখে নেওয়া যাক সোহিনী সরকারের নতুন ছবিগুলি। কালো শাড়ির সঙ্গে ব্লাউজের বদলে সাদা কালো প্রিন্টেড কোট পরেছেন সোহিনী। লঙ কোটের ওপর শাড়ি আর গলা ভরা গয়নায় নজর কাড়ছেন সোহিনী লাল সাদা ঢাকাই জামদানির শাড়ি আর ব্লাউজ, রুপোর গয়নার সঙ্গে খোঁপায় সাদা ফুলে সোহিনীকে দারুণ মানিয়েছে। সাদা ঢাকাই জামদানিতে সোহিনীর এই সাবেকি সাজ নজর কেড়েছে। হালকা সোনার গয়নায় সেজেছেন তিনি। মাথার খোঁপার সঙ্গে তাঁর মেকআপেও ছিল পুরনো দিনের ছোঁয়া, কপালে কালো টিপ। সদ্য মুক্তি পেয়েছে সোহিনী সরকার অভিনীত সিরিজ 'সম্পূর্ণা'। সামনেই মুক্তি পাবে সোহিনীর নতুন ছবি 'ব্যোমকেশ হত্যামঞ্চ' কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে অভিনীত সোহিনীর নতুন ছবি 'অনন্ত'