চুটিয়ে অভিনয় তিনি কখনওই করেননি কিন্তু যা ছুঁয়েছেন, সোনা ফলিয়েছেন নায়িকা না হয়েও তাই নায়িকা মালাইকা আরোরা একঝলক দেখতে এখনও মুখিয়ে থাকেন সকলে জিমের বাইরে হোক বা পার্টি-প্রিমিয়ারে মালাইকার ফ্যাশন, সাজগোজের দিকেই নজর থাকে আবারও নজর কাড়লেন নিজের তরতাজা উপস্থিতিতে জিমে যাওয়ার পথে পাপারাৎজিদের মুখোমুখি সাধারণ স্পোর্টস ব্রা, লেগিংসেই বাজিমাত করলেন মালাইকা সকলের একই কথা, মালাইকা ৫০ নাকি ১৫-র তন্বী!