প্রকাশ্য়ে এসভিএফের নতুন মিউজিক ভিডিও 'বলে দাও'। সায়ক আর রোহিণীর প্রেমের টুকরো কোলাজ ধরা পড়েছে ভিডিও জুড়ে। গৌরব রায় চৌধুরী আর জেসমিন রায়ের ওপর চিত্রায়িত এই মিউজিক ভিডিওটিতে গলা দিয়েছেন তিমির বিশ্বাস। রোম্য়ান্টিক এই গানের হাত ধরে সুরকার ও গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করলেন সৌম্যদীপ চক্রবর্তী। এই গান প্রসঙ্গে তিনি বলেন, 'প্রথমবার এই গান সম্পর্কে কথা বলার সময়ই এসভিএফ আমাকে উৎসাহ জুগিয়েছিল।' এই গান প্রসঙ্গে জেসমিন রায় বলেছেন, 'এই ভিডিও চিরকালীন প্রেমের বার্তা দেয়। গৌরবের সঙ্গে কাজের অভিজ্ঞতাও খুব ভালো।' গৌরব রায় চৌধুরী জানান,'এই গানের কাহিনি শোনার পর থেকেই আমার মনে হয়েছিল এই গান লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।' উল্লেখ্য় গতকাল অর্থাৎ ১৪ আগস্ট মুক্তি পেয়েছে এই গান। এরইমধ্য়ে দুহাজারের বেশি লাইক পড়েছে এই গানে। এই মিউজিক ভিডিওতে দর্শক প্রেমের ছোঁয়া যেমন পাবেন, তেমনই পাবেন দুঃখ, ছেড়ে যাওয়ার বেদনার স্বাদও। তবে সবমিলিয়ে এই গান যে শ্রোতাদের মন জয় করে নিয়েছে একথা বলাই যায়।